মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে করোনার দুর্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, পেঁয়াজ, মুরগি, আলু, লবণ, মরিচ, ডাল, চিনি, চিড়া, মুড়ি। সম্প্রতি নগরীর খুলশী কলোনি, তুলাতুলী, মুক্তিযোদ্ধা কলোনি, তুলাতুলী সিগন্যালের গোড়া, সেগুনবাগান, কাঁঠালবাগান, রেল কলোনি, এ.কে খান বস্তি, তুলাতুলী পুনর্বাসন এলাকা ও শুলকবহর এলাকার প্রায় ৫০ জন অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, সমীর কান্তি দাশ, ডা. বরুণ কুমার আচার্য বলাই, অর্চনা রানি আচার্য, শিপ্রাবসু মল্লিক, লাভলী দত্ত, সোমা চৌধুরী সুমি, কাশ্মিরী দাশ, মুন্নি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।