গাউছিয়া শাহজাহান মঞ্জিলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী মাইজভাণ্ডারীর () খোশরোজ শরীফ উপলক্ষে ফটিকছড়ির শাহনগর গাউছিয়া শাহজাহান মঞ্জিলে গতকাল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ফেইথের সহায়তায় চিকিৎসা কর্মসূচিতে প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। চিকিৎসাসেবা উপলক্ষে আলোচনা সভা গাউসিয়া শাহাজাহান মঞ্জিলের বড় শাহজাদা হযরত সৈয়দ এস্কান্দার মির্জা চৌধুরী মুকুট মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার। সম্মানিত অতিথি ছিলেন ছোট শাহজাদা হযরত সৈয়দ মোহাম্মদ সেকান্দর মির্জা চৌধুরী মহান মাইজভান্ডারী, ফেইথের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক ডা. মো. সামিয়ুল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, সদস্য মোহাম্মদ রাশেদ। এতে বক্তারা বলেন, সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারী হলেন বিশ্বঅলি সৈয়দ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ভাগিনা। শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারী একজন আধ্যাত্মিক জগতের সিদ্ধ পুরুষ। মাইজভাণ্ডারী দর্শনের মূল কথা হলো মানবতাবাদ। শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারী মানুষকে ভালোবাসা ও তাদের সেবা করার শিক্ষা দিয়ে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাফেজ হাকিম শাহ বজলুর রহমানের (রহঃ) বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ও তরুণ পরিষদের মেরাজুন্নবী মাহফিল