ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে হাজী মোশারফ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে গত ২৬ ডিসেম্বর সারাদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণসহ নানা কর্মসূচি সংগঠনের সভাপতি এ. কে.এম বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ডা. মুহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে চিকিৎসা ক্যাম্পে প্রায় শতাধিক রোগী সেবা নেন। এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ শফিউল আলম, নুরুল ইসলাম মানিক, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ আব্দুল্লাহ্, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ শহীদুল্লাহ্ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।