গাউছিয়া ইয়াকুবিয়া ফরিদিয়া খেদমত কমিটির চিকিৎসা ক্যাম্প

| বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

গাউছিয়া ইয়াকুবিয়া ফরিদিয়া খেদমত কমিটির ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব চৌধুরী মুহাম্মদ শিবলু। সংগঠনের কর্মকর্তা আসবাহ উদ্দীন তপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোস্টম্যান কর্মচারী ইউনিয়নের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ নুরুল হুদা আনসারী। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। প্রধান অতিথি বলেন, দেশের অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠনকে ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজনে এগিয়ে আসতে হবে।
চিকিৎসাসেবা দেন ডা. আমজাদ হোসেন রানা, ডা. সামিয়া নাজরিন, ডা. ফাতেমাতুজ জোহরা ও ডা. ইরম আবেদীন। উপস্থিত ছিলেন মুহাম্মদ সেলিম মাস্টার, নুর মুহাম্মদ, শহিদুল ইসলাম শহিদ, রুমা আক্তার, মাইনুল ইসলাম কাজল, আজিজুর রহমান বাবুল ও মুহাম্মদ আরাফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গাউসুল আজম দস্তগীর স্মরণে মাহফিল
পরবর্তী নিবন্ধমদনহাট আদর্শ যুব সংঘের অভিষেক