গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সেমিনার কাল

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ‘হযরত আল্লামা শাহসুফি শেখ অছিয়র রহমান ফারুকী (.) গাউসুল আজম মাইজভাণ্ডারী (.) কর্তৃক প্রদত্ত বেলায়তে ওজমার নেয়ামত প্রাপ্তির মাধ্যমে আকৃতিপ্রকৃতিতে অবয়বতায় সাদৃশ্য হয়ে যাওয়া ইতিহাসের এক বিরল অধ্যায়’ শীর্ষক সেমিনার আগামীকাল (শনিবার) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

গাউসুল আজম মাইজভাণ্ডারী (.) মহান দ্বিশত বেলাদত বার্ষিকী ও তদ্বীয় প্রথম ও প্রধান খলিফা, জিল্লে গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি শেখ অছিয়র রহমান আল ফারুকী আল চরণদ্বীপির (.) মহান ৭ মাঘ ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করবেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (.)। সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (.)। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাউজান গহিরা এফ.কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদরাসার সাবেক শায়খুল হাদীস মুফতি আল্লামা ইব্রাহিম আল কাদেরী মোনঈমী। চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শেখ আবু মোহাম্মদ সানাউল্লাহ ফারুকীর (.) সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করবেন প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। সেমিনারে উপস্থিত থাকার জন্য গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজ উদ্দিন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী প্রতিবন্ধী রানার পাশে চট্টগ্রাম জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধনগরীতে ১৫ হাজার কুকুরকে দেয়া হবে ভ্যাকসিন