প্রেমিক, তামিল সিনেমার পরিচালক ও অভিনেতা ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তারকা অভিনেত্রী নয়নতারা, বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ তারকা জুটি। ৩৭ বছর বয়সী নয়নতারা ও ৩৬ বছর বয়সী ভিগনেশের সাত বছরের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ নিল বৃহস্পতিবার বিকালে। খবর বিডিনিউজের।
দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ট বন্ধুদের উপস্থিতিতে তামিলনাড়ু রাজ্যের মামাল্লাপুরামে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন আলোচিত এ জুটি। তাদের বিয়েতে হাজির হয়েছিলেন শাহরুখ খান, আটলি, বিজয় সেতুপথির মতো তারকারা।
২০১৫ সালে ভিগনেশের পরিচালনায় ‘রানুম রউডি ধান’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নয়নতারা; পরবর্তীতে একটি পুরস্কার বিতরণী আয়োজনে প্রথমবারের একসঙ্গে দেখা গেছে তাদের। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের বিয়ের দৃশ্য নির্মাতা গৌতম মেননের নির্দেশনায় ধারণ করা হবে, পরবর্তীতে তথ্যচিত্র হিসেবে তা নেটফ্লিঙে প্রকাশ করা হবে।