বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা রাখার অপরাধে ৬ মাসের সাজাপ্রাপ্ত মো. মোস্তফা কামাল প্রকাশ গাঁজা মোস্তফাকে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ২০১২ সালে দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত এই আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন কুমিল্লায় অবস্থান করছিলো। গোপন সংবাদে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মোস্তফা কামাল ৪ টি মাদক মামলার আসামী। আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।