গহিরা আছাদ চৌধুরী বাড়ী আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাউজান প্রতিনিধি | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

রাউজানের গহিরা আছাদ চৌধুরী বাড়ী আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক মনছুর মিয়া। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও মুছা আলম খান চৌধুরী। উপস্থিত ছিলেন সাালাউদ্দীন খান মাসুদ, কাজী মোহাম্মদ রাশেদ, কে এম মতিন, সাইদুল ইসলাম, মোজাম্মেল হক খোকন, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ মিরাজ, কে এম হেলাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকেমন আছেন মামুনুর রশীদ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ টাইগার্সের নাম ঘোষণা