রাউজানের গহিরায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এই ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল পৌনে পাঁচটার দিকে ৩নং ওয়ার্ডের রহিম মুন্সির বাড়িতে। রাউজান ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে ১০টি পরিবারের ঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে বাড়ির অন্যান্য ঘর রক্ষা করে। আগুনে ক্ষতিগ্রস্তরা হচ্ছে নেজাম খান, মোহাম্মদ ফয়সাল, নুরুল ইসলাম, মোহাম্মদ সারুখ, এনামুল হক, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ মনছুর, জসিম উদ্দিন, ছগির মিয়া ও দুলাল মিয়ার ঘর। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাহবুল আলম সাহেদ।