গশ্চি শিশুবাগ স্কুলে সাংবাদিক সিদ্দিক আহমেদ স্মরণ সভা

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

রাউজানের গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাবন্ধিক ও সাংবাদিক সিদ্দিক আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে ১২ এপ্রিল বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শামীম আল আজাদ। সম্মানিত অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আজম, মোহাম্মদ মনিরুল ইসলাম, জিয়াউর রহমান, ও জাহাঙ্গীর সিরাজ তালুকদার। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রতন কান্তি শীল ও সহকারী শিক্ষক মাওলানা আলী আজম, জাবেদ হোসেন, বিপ্লব নন্দী, মিঠুন কর, রানা সোহেল, রঙি মহাজন, কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, মোহাম্মদ আব্দুল মান্নান, নারায়ণ দাশ,শাহাদাত হোসেন, সুজয় বড়ুয়া, নাহিদ সুলতানা, নাজমা আকতার, পিয়া বড়ুয়া, তাসনোভা আকতার, আসমা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলকরণে জামায়াতের সমাবেশ ও গণসংযোগ
পরবর্তী নিবন্ধচুয়েটের ১৩৮তম সিন্ডিকেট সভা