গশ্চি তালিমুল কুরআন নুরানী একাডেমির পাঠ সমাপনী অনুষ্ঠান

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

রাউজান গশ্চি তালিমুল কুরআন নুরানী একাডেমির ২০২৪ সালের শিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলাম রাউজান উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন বদুপাড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুস ছমি।

একাডেমির প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দীন। উপস্থিত ছিলেন সামসুল আলম, আহমদ সৈয়দ, মো. ইব্রাহিম, মো. হানিফ, ইউনুস তালুকদার, মনসুর আলম, মোহাম্মদ এয়াসিন, মো. রফিক, জাফর আহমদ, আবু বক্কর সিদ্দিক, খলিলুর রহমান, মো. ওসমান, ইউসুফ, তালেব আলী, সিরাজ দৌলা, আমিনুল ইসলাম পারভেজ, আবদুল্লাহ, সৈয়দ আহমদ, আমিনুল ইসলাম আজম, মোহাম্মদ হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে তিন দশক অনাবাদি পড়ে আছে ১০০ একর কৃষি জমি
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের ৩১ দফার লিফলেট বিতরণ