গল টেস্টে বাবর আজমের মহাকাব্যিক সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বিপর্যয় এড়িয়ে লড়াইয়ে ফিরেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ইনিংসে আরেকটি অসাধ্য সাধন করতে হবে পাকিস্তানকে। প্রথম ইনিংসে ৪ রানের লিড নেওয়া শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে পাকিস্তানকে। তৃতীয় দিন শেষে লংকানদের সংগ্রহ ৯ উইকেটে ৩২৯ রান। পাকিস্তানের চেয়ে এরই মধ্যে লংকানরা এগিয়ে ৩৩৩ রানে। হাতে রয়েছে আর ১টি উইকেট।
এই ১ উইকেট নিয়ে স্বাগতিকরা লিড যদি আরও বাড়িয়ে নিতে পারে তাহলে পাকিস্তানের জন্য শেষ ইনিংসে রান তাড়া করে জেতা কঠিন হয়ে যাবে। গল টেস্ট জিততে হলে রান তাড়ার রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। এই মাঠে সব থেকে বেশি ২৬৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে শ্রীলংকার। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান তাড়া করেছিল স্বাগতিকরা।
গলে সফরকারী দল হিসেবে সব থেকে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড আরও কম। ২০২১ সালে শেষ ইনিংসে ১৬৪ রান তুলে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। গলে শেষ ইনিংসে ৩০০ এর বেশি রান তাড়া করে কোনো দল টেস্ট জিততে পারেনি এখনও। পাকিস্তানকে তাই জিততে হলে ইতিহাস বদলাতে হবে। প্রথম ইনিংসে ৭৬ রান করা দিনেশ চান্দিমাল দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে শ্রীলংকাকে নির্ভরতা দিয়ে চলেছেন। তিনি ৮৬ রানে অপরাজিত আছেন। এছাড়া ওশাদা ফার্নান্ডো ৬৪ ও কুশল মেন্ডিস ৭৬ রান করেন। পাকিস্তানের মোহম্মদ নওয়াজ ৫টি ও ইয়াসির শাহ ৩টি উইকেট নিয়েছেন।