গলুইয়ের শুটিংয়ে টাঙ্গাইল যাচ্ছেন তারা

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ এ হালের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথম বারের মতো জুটি বাঁধছেন উঠতি অভিনেত্রী পূজা চেরি, চলতি সপ্তাহে টাঙ্গাইলে সিনেমার দৃশ্যধারণে যোগ দিচ্ছেন তারা। প্রযোজক খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ২০২০-২১ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত এ সিনেমা পরিচালনা করছেন এস এ হক অলিক। খবর বিডিনিউজের। খসরু জানান, বুধবার থেকে টাঙ্গাইলের মহেরায় পূজা চেরি, আলী রাজসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী শুটিংয়ে অংশ নেবেন। ২৬ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন শাকিব খান। নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্প পর্দায় তুলেন আনছেন পরিচালক অলিক। টাঙ্গাইলে সিনেমার শুটিং শুরুর পর জামালপুরের বিভিন্ন এলাকায় শুটিং করা হবে। পরবর্তীতে ঝালকাঠিতে শুটিংয়ের পরিকল্পনার কথা বলেছেন প্রযোজক।

পূর্ববর্তী নিবন্ধজীবন্মৃত মানুষের গল্প বলবেন মেয়েটি
পরবর্তী নিবন্ধঢাকাই সিনেমায় কৌশানী