রামুর গর্জনিয়া ইউনিয়নে হত্যাসহ ৬ মামলার আসামি আব্দুর রহিমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ইউনিয়নের থিমছড়ি পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব থিমছড়ি এলাকার আলী হোসেনের ছেলে। গতকাল সোমবার দুপুরে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক ফরহাদ আলী বলেন, রহিম দীর্ঘদিন ধরে ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, হত্যাচেষ্টা আইনসহ ছয়টি মামলা রয়েছে।