গর্জনিয়ায় ফিরোজ ডাকাত গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

গর্জনিয়ায় অভিযান চালিয়ে ফিরোজ আহমদ নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ। বহু অপকর্মের হোতা ও এলাকার ত্রাস ফিরোজ বড়বিল এলাকার নজু মাতাব্বর পাড়ার কবির আহমদের ছেলে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানা বলেন, বহু অপকর্মের হোতা ফিরোজ ডাকাত পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে কোর্টে পাঠিয়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর সৈয়দপুরে সাহিত্য উৎসব
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু