গর্জনিয়ার লোকালয়ে বন্যহাতির হানা, নির্ঘুম রাত স্থানীয়দের

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে গত সোমবার গভীর রাতে একটি বন্য হাতি হানা দেয়।

এসময় হাতির ভয়ে রাত জেগে পাহারা দিয়েছে স্থানীয় লোকজন। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১২টার দিকে হাতিটি বোমাংখিল পুরাতন কবরস্থানে চলে আসে। স্থানীয়রা হাতিটিকে দেখতে পেলে পুরো ইউনিয়নে খবরটি ছড়িয়ে পড়ে। হাতিটি গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমদ শাহ বাবুলের বাগানে ঢুকে একটি গাছ উপড়ে ফেলে, স্থানীয় লুতু মিয়ার কলা গাছ, ছালেহ আহমদের সীমানা প্রাচীর এবং স্থানীয় বেশ কিছু লোকজনের ধান আর তামাক ক্ষেত নষ্ট করে। হাতির ভয়ে গ্রামের সমস্ত মানুষ নির্ঘুম রাত পার করেছে। পরে রাত তিনটার দিকে লোকজনের তাড়া খেয়ে হাতিটি রাজঘাট হয়ে জঙ্গলের দিকে চলে যায়।

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড়ে খাদ্য সংকটের কারণে বন্য হাতি মাঝে মধ্যে লোকালয়ে নেমে আসছে। এর আগে ক্যাজরবিল গ্রামের লোকালয়ে এসেছিলো হাতির পাল। হঠাৎ এভাবে হাতি লোকালয়ে চলে আসলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতাপস বড়ুয়ার ‘পাতা ঝরার উৎসবে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধবিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান আরিফ