রাঙ্গুনিয়ায় মো. আইয়ুব (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত রোববার নিহত আইয়ুবের ছোট ভাই মো. তৈয়ব (৪৮) বাদী হয়ে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন।
মামলায় উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের পূর্ব কদমতলী গ্রামের তেজেন্দ্র লাল ঘোষের ছেলে দিলীপ ঘোষ (৫২) ও তার স্ত্রী সুনিতা ঘোষকে (৪৭) বিবাদী করা হয়েছে। মামলার বাদী মো. তৈয়ব বলেন, আমার ভাই আইয়ুবকে গত ১৪ জানুয়ারি থানা থেকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক রাঙ্গুনিয়ার নিজ বাড়িতে ফেরার পথে কাপ্তাই সড়কের মরিয়মনগর থেকে অপহরণ করে বিবাদীরা। আইয়ুবকে অপহরণ করে তারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে হত্যা করেছে। আমি তাদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আবু জাফর বলেন, আদালতে বাদীর আবেদনটি আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে এই বিষয়ে থানায় ইউডি কিংবা নিয়মিত কোন মামলা হয়েছে কিনা জানতে চেয়ে প্রতিবেদন দিতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দিয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, আইয়ুবের মৃত্যুর বিষয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়। আদালতের নির্দেশনা অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য আইয়ুবকে গত ১৪ জানুয়ারি অপহরণ করা হয়। পরেরদিন সকালে উপজেলার কোদালা ইউনিয়নে সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।