গরু পাচার মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল

| শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। জানা যায়, গরু পাচার মামলার তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে বীরভূমের বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করা হয়। সিবিআই বিশাল বাহিনী নিয়ে বাসভবন ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে নেওয়া হয় কলকাতার পথে। খবর বিডিনিউজের।
পশ্চিমবঙ্গের গরু পাচার মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য অনুব্রতকে কয়েকবার নোটিশ দিয়ে কলকাতার সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছিল আগেই। তবে বেশির ভাগ নোটিশেরই তোয়াক্কা না করে নানা অজুহাতে সিবিআই দপ্তরে হাজিরা দেননি তিনি। সিবিআই ১০ বার অনুব্রত মণ্ডলকে নোটিশ দিয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুব্রতকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবারই বীরভূমের এই তৃণমূল নেতাকে আদালতে তোলা হয়।
সিবিআই গরুপাচার মামলায় চারটি চার্জশিট ফাইল করেছে এবং ১১ জনকে অভিযুক্ত করেছে। অনুব্রত মন্ডলের দেহরক্ষীও এ মামলায় গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে গরু পাচারকারী এবং অনুব্রতর মধ্যে অর্থ লেনদেন করার ক্ষেত্রে মূল ভূমিকা পালনের অভিযোগ করেছে সিবিআই।

পূর্ববর্তী নিবন্ধচীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
পরবর্তী নিবন্ধকাবুলে বোমা হামলায় তালেবান ধর্মীয় নেতা হাক্কানি নিহত