রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ার এক গৃহস্থের প্রায় দেড় লাখ টাকা দামের দুটি গরু গোয়াল থেকে চুরি করে নিয়ে গেছে চোর। গরু দুটি চুরি করতে এসে গোয়াল ঘরে ফেলে গেছে চোরের মোবাইল। এখন এই মোবাইলের সূত্র ধরে চোর শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
গরুর মালিক রফিক আহমদ জানান, গত রোববার গভীর রাতে তার বসতঘরের সাথে থাকা গোয়াল ঘরের শিকল ও তালা কেটে দেড় লাখ টাকা দামের দুটি গরু নিয়ে যায়। সকালে উঠে গোয়ালে গরু না দেখে তিনি প্রায় তিন কিলোমিটার এলাকায় ঘুরে গরুর সন্ধানে নামেন। পরে বিফল হয়ে বাড়িতে এসে জানতে পারে, চোরের একটি মোবাইল গোয়ালে ফেলে গেছে। সেটি নিয়ে তিনি থানায় যায়। থানা থেকে তাকে চোরের মোবাইলসহ পাঠানো হয় পূর্বগুজরা তদন্ত কেন্দ্রে।
মোবাইলের সূত্র ধরে চোর ধরার দায়িত্ব পায় পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিপদাশ রায়। তিনি জানান, চোর শনাক্তের চেষ্টা চলছে।