গরু, ছাগল, বেড়া, উট, দুম্বা, আমদানি করা হোক

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

সুজলা, সুফলা, শস্য শ্যামলা সোনার বাংলার শের শাহের আমলে উপরে উল্লেখিত প্রাণীর দামের কথা শুনলে আরব্য উপন্যাসের কথা মনে হবে। তার মধ্যে মানবতার, দুশমন জাতীয় দুশমন সিন্ডিকেট ব্যবসায়ীরা ধর্মের কথা শুনলে তাদের মন মেজাজ বিগড়ে যায়। কোরবানির হাট আরম্ভ হবার সাথে সাথে বাজার থেকে গরু, ছাগল, প্রাণীগুলো গায়েব করে তাদের আওতাধীন গুদামের মাঠে নিয়ে যায়। আকাশ চুম্বী দাম বাড়িয়ে দেয়। ধর্মের ইতিহাসের কথা চিন্তা করে কোরবানীর হাটে গেলে ক্রয় কারীরা দিশেহারা হয়ে যায়। অনেক বার ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের কৌশলে হেরে যায়। তাই জরুরি ভিত্তিতে উক্ত প্রাণী ঈদুল আযহা উপলক্ষে জনে জনে উক্ত প্রাণীগুলি আমদানি করার সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এম এ সালাম

দক্ষিণ পাহাড়তলী,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএডওয়ার্ড মরগ্যান ফরস্টার : ঔপন্যাসিক ও গীতিনাট্যকার
পরবর্তী নিবন্ধবাংলা মাটির সাথে