পটিয়ায় গরু চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পাতিলা বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন হাইদগাঁও ইউনিয়নের আবদুস সালামের ছেলে মোহাম্মদ রায়হান (২৬) ও সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ছগীর আহমদের ছেলে জিয়াউর রহমান (৩৪)।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, রবিবার ভোররাতে ঘটনাস্থলে দুই যুবককে ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতে সোপর্দ করে। এদের মধ্যে জিয়াউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে। আটক দুই যুবককে আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।











