রাউজানের মোহাম্মদপুরে একটি খামারের গরু চুরি করতে আসা চোরের দল বাধা পেয়ে খামারের এক কর্মীকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। আহত কর্মচারী মো. রণিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয় হয়। তার বুকে, হাতে ও পিঠে সেলাই করা হয়। জানা যায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিনাজুরি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে হানিফ চৌধুরীর খামারে এই ঘটনা ঘটে। আহত রণি কুমিল্লা চৌদ্দগ্রামের মো. আব্দুল জলিলের ছেলে। রণি বলেন, রাত দেড়টার দিকে বাড়ির পূর্ব দিকে দুইজন লোক দেখতে পায়। চোর সন্দেহে ঘরে এসে কিরিচ নিয়ে চোরের আবস্থানের দিকে গেলে তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তারা হাতে থাকা ছোট্ট চাকু (ছুরি) দিয়ে বুকে, পিঠে ও হাতে আঘাত করে। তখন আমি চিৎকার করে মাটিতে লুটে পড়লে মুখোশ পরা দুই চোর পালিয়ে যায়।
খামারের মালিকের ছোট ভাই নাসির উদ্দিন চৌধুরী বলেন, আমার ভাইয়েরা কেউ বাড়িতে নেই। এই সুযোগে খামারের গরু চুরি করতে চেয়েছিল চোরের দল। কর্মচারী সজাগ থাকায় তারা গরু নিতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বাচ্চু বলেন, আমি রাতে জানতে পেরে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি কর্মচারী ছেলেটা রক্তাক্ত অবস্থায় আছে। পরে তাকে হাসপাতালে পাঠাই। চোরের দল পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করা যায়নি।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনার একটি অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে চোর শনাক্তের চেষ্টা চলছে।