সাতকানিয়ায় গরুর ঘাস কাটতে বাধা দেয়ায় সাবেক এক ইউপি সদস্যের উপর হামলার চেষ্টাকালে অস্ত্রসহ ৪ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতদের মধ্যে দুইজন কলেজ ছাত্রও রয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাদারবাড়ীর মো. কালু মিয়ার পুত্র ও সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান নিজের জমিতে গরুর জন্য ঘাস চাষ করেন। কয়েকদিন ধরে তার জমি থেকে ঘাস চুরি হওয়ায় শুক্রবার সকাল থেকে পাহারা দিতে থাকে। দুপুরের দিকে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলমগীর পাড়ার মো. হারুনের পুত্র সামিউল হাসান সানজিদ সেখানে ঘাস কাটতে আসে। তখন মান্নান তাকে বাধা দেয়। কিন্তু সানজিদ জোর করে ঘাস কাটার চেষ্টা করে। এসময় দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এতে সানজিদ ক্ষিপ্ত হয়ে মান্নানকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সানজিদের নেতৃত্বে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ১০–১২ জনের দল মাদারবাড়ী এলাকায় আসে। মান্নানকে সামনে পেয়ে তারা হামলার চেষ্টা করে। এক পর্যায়ে মান্নানকে ধাওয়া করলে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই কলেজ ছাত্রসহ ৪ জনকে আটক করে গণপিটুনি দেয়। এসময় বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃতদের উদ্ধার করে নিয়ে যায়।
আটককৃতরা হলো– ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ঢেমশা আলমগীর পাড়ার মো. হারুনের পুত্র সাতকানিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সামিউল হাসান সানজিদ (২৫), একই এলাকার হারুনুর রশিদের পুত্র মো. ফয়সাল উদ্দিন (২৪), একই ইউনিয়নের মাইজ পাড়ার খোরশেদ আলমের পুত্র বান্দরবান সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র জাসেদ সালেহ (২৩) ও একই এলাকার ইসলাম মেম্বারের বাড়ির হেলাল উদ্দিনের পুত্র শাহাদাৎ হোসেন মিশু (২৩)। তাদের মধ্যে মো. ফয়সাল উদ্দিনের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী জানান, খবর পেয়ে আটককৃতদের উদ্ধার করে পুলিশ। পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদেরকে রোববার আদালতে হাজির করা হবে।







