গরুটিকে টেক্সিতে তোলার পর যা ঘটল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৪:৫৮ পূর্বাহ্ণ

গরু চুরি করতে এসে যথারীতি সিএনজি অটোরিক্সা করে গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল একদল চোর। তারা সংখ্যায় নারী পুরুষ মিলে ৪ জন। চোরের দল গরুটিকে সিএনজি অটোরিক্সায় কৌশলে তুলে নেয়। এর পর একে একে তিনজন গাড়িতে উঠে। অপরজন গাড়িতে উঠার সময় গরুটি লাথি দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে ধরে ফেলে। এসময় গরুসহ অন্য ৩ চোর পালিয়ে যায়। গতকাল সোমবার সকালে পটিয়া পৌরসদরের সুচক্রদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, পৌর সদরের সুচক্রদন্ডী গ্রামের মরহুম মোস্তাফিজুর রহমানের কন্যা ফেরদৌস বেগম তাদের একটি গরু রাস্তার পাশে বেঁধে খড় খেতে দেয়। সকাল সাড়ে ১১টার সময় সিএনজিযোগে ২জন মহিলা ও ২জন পুরুষ এসে সিএনজিতে করে গরুটি তুলে নিয়ে যায়। এসময় এক নারী চোর গরুর লাথি খেয়ে সিএনজি থেকে পড়ে যায়। এসময় লোকজন তাকে মারধর করে। তবে ঐ নারী জানিয়েছেন, তার বাড়ি রাঙ্গুনিয়ায়, ভাড়া বাসার খোঁজে তিনি পটিয়া পৌর সদরে এসেছেন। গরুসহ চলমান ওই সিএনজিতে উঠতে চাইলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। গরু চোরের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
পটিয়া থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, গরু চোর সন্দেহে এক নারীকে গণধোলাই দেওয়ার ঘটনা পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলার গরু চুরির সাথে সম্পৃক্ত থাকার আলামত পাওয়া গেছে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার সোমবার রাতে দৈনিক আজাদীকে বলেন, এ ঘটনায় আটক মহিলাকে আসামি করে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআলী আশরাফকে স্মরণ
পরবর্তী নিবন্ধরামগড়ে ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ