গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য হিন্দু ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি

| শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

গরীব ও মেধাবী হিন্দু ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা স্মৃতিবৃত্তি (১৪৩০ বঙ্গাব্দ) প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন। একাদশ, দ্বাদশ, পলিটেকনিক, নার্সিং, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর, প্রকৌশলী, চিকিৎসা, কৃষি বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গরীব ও মেধাবী হিন্দু ছাত্রছাত্রীদের আবেদনপত্র যথাযথ যাচাইবাচাই করে শিক্ষা স্মৃতিবৃত্তি প্রদান করা হবে। মঙ্গলবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে নগদ ২০ টাকার বিনিময়ে শিক্ষাবৃত্তি আবেদনপত্র মোমিন রোডস্থ মৈত্রী ভবন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহের জন্য আগ্রহী শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষাবৃত্তির আবেদনপত্র ফটোকপি গ্রহণযোগ্য হবে না। শিক্ষাবৃত্তি ফরম বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন অফিসিয়াল পেইজবুক পেইজ লিঙ্ক https://www.facebook.com/bhfctgbd থেকেও ডাউনলোড করা যাবে।

শিক্ষাবৃত্তির আবেদনপত্র ৩১ জানুয়ারির মধ্যে সংগ্রহ এবং ১০ ফেব্রুয়ারির মধ্যে যথাযথ পূরণ করে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন অফিসে জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাহিফা শিক্ষা সচিব অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের পদত্যাগসহ ৭ দাবি বাম জোটের
পরবর্তী নিবন্ধপররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন ৭ ফেব্রুয়ারি