এক টাকায় এক কেজি চাল এবং একই দামে মিলেছে একটি ডিম। দুই টাকায় এক কেজি ছোলা এবং একই দামে পাচ্ছেন এক কেজি করে চিনি আর আটা। তিন টাকায় এক কেজি ডাল, আট টাকা দামে মিলছে বাঙ্গি, তরমুজ, খেজুরও। এই দ্রব্যমূল্যের বাজারে এটা কল্পনা হলেও বাস্তবতায় রূপ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এখনকার সময়ে এক টাকা-দুই টাকা কিংবা তিন টাকায় কিছুই পাওয়া যায় না। অথচ স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমনই দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এই সংগঠনটি নগরীর সিআরবিতে ‘গরীবের সুপার শপে’ ১০ টাকার মধ্যে পছন্দের পণ্য কেনার সুযোগ করে দিয়েছেন নিম্ন আয়ের মানুষদের। যেটা কল্পনাকেও হার মানিয়েছেন।
সমাজের অসহায়-দরিদ্র-সুবিধা বঞ্চিত মানুষ উৎফুল্ল মনে তাদের পছন্দের জিনিস গুলো কিনেছেন ১ টাকা, ২ টাকায় কিংবা ৩ টাকায়। বিদ্যানন্দের এ আয়োজনে সামিল হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের পোশাকে নাম মাত্র মূল্যে ক্রেতাদের হাতে পছন্দের পণ্য তুলে দিচ্ছেন তিনি। এসময় তিনি বলেন, বিদ্যানন্দের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সমাজে যারা অতি দরিদ্র তারা-এক টাকায় এক কেজি চাল, এক কেজি চিনি আর আটা ক্রয় করতে পারছেন তাতে তারা অনেক খুশি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন মানবিক কর্মকাণ্ড গুলো সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।