চট্টগ্রাম নগরীতে জাল নোটসহ মো. বাদশা মিয়া ও মো. তৌহিদুল ইসলাম নামে ২ যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে ২৯ হাজার টাকার জাল নোটসহ তাদেরকে আটক করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর বাকলিয়া থানাধীন ক্ষেতচর ২নং গলির মুখে জনৈক জাকিরের কলোনির সামনে রাস্তার উপর থেকে ২৯০০০ টাকা মূল্যমানের জাল টাকার নোটসহ তাদের আটক করা হয়।