লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টারের উদ্যোগে একজন গরিব মেধাবী শিক্ষার্থীর বাৎসরিক সকল খরচ ও ৯ম শ্রেণির সকল বই তার হাতে তুলে দেওয়া হয়েছে। লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সিগ্নেচার প্রজেক্ট চিল্ড্রেন ফার্স্ট এর অংশ হিসেবে উক্ত শিক্ষার্থীর যাবতীয় খরচ লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টার বহন করবে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আরমান রসুলের অর্থায়নে উক্ত কার্যক্রমটি পরিচালিত হবে। এসময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আনিসুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন আরমান রসুল, ক্লাব সেক্রেটারি লায়ন জিয়াউল হক সোহেল, লায়ন রুবেল রানা, লায়ন রবিউল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।