শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ১৭ কোটি মানুষের মায়ে পরিণত হয়েছেন। রোহিঙ্গাদের জন্য যতটুকু সম্ভব দুই হাত বিলিয়ে কাজ করছেন। সেজন্য সারা পৃথিবীতে তিনি প্রশংসিত। সাধারণ মানুষের জন্য তার চিন্তা। আগে আমাদের দেশের মানুষ এক কাপড়ে চলতো, এক বেলা ভাত খেতে কষ্ট হতো। এখন কমপক্ষে আমাদের দুই বেলা ভাত জুটে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। গত শুক্রবার ৩৭নং মুনিরনগর ওয়ার্ডে এবিএম মহিউদ্দিন চৌধুরী সংসদের উদ্যোগে মেজবাহ উদ্দিন মোর্শেদের সার্বিক ব্যবস্থাপনায় পোর্ট কলোনি ১২নং রোডস্থ শহীদ মিনার পাদদেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নওফেল আরো বলেন, যার যা কিছু আছে তা দিয়ে গরীব-দু:খীর পাশে থাকার জন্য, মাঠে নামার প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা বঙ্গবন্ধুর নীতি-আর্দশ নিয়ে রাজনীতি করে তারা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়। সেটা আজ আবার প্রমাণিত হলো।
শওকত হোসেন জগলুর সভাপতিত্বে ও নাসির উদ্দিন শাওনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, রিদওয়ানুল হক, আব্দুল ওহাব, সৈয়দ মেজবাহুল ইসলাম, সাইফুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক বিশ্বজিত দেব, মোসলেহ উদ্দিন শিবলী, রেজাউল করিম আলমগীর, আবু সাইদ সুমন, মেহেদী হাসান মজুমদার, ফররুখ আহমেদ পাবেল, একরামুল হক রাসেল, অমিতাভ চৌধুরী বাবু, আবুল মনসুর টিটু, মো. কবির আহমেদ, কামরুল হুদা পাভেল, লুৎফুল কবির সোহাগ, হেদায়েত উল্লাহ রাজু, আমির হামজা মামুন, সাদ্দাম হোসেন, তানজীব আহসান জিবু, রাফিজুল ইসলাম পিয়াস, রাফসান জামিল, রাহাত ইমরান, সৈয়দ আরিফ, তৌহিদুল ইসলাম পাভেল।












