প্রখ্যাত অলিয়ে কামেল সুফি সাধক হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ আগামী ১৩ অক্টোবর (সোমবার) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওরশের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোকসজ্জা, জিয়ারত, মিলাদ মাহফিল, তসবিহ তাহলিল, হযরত গরীব উল্লাহ শাহ (রহ) এর শানে আলোচনা, জিকির আজকার, এতিমখানার ছাত্রদের হামদ নাত পরিবেশনা, গিলাপ চড়ানো, আখেরি মুনাজাত, তবারুক বিতরণ, দেশ জাতি ও ইসলামী উম্মার কল্যাণ কামনায় দোয়া মোনাজাত।
ওয়াকিফ পুত্র সরকার নিযুক্ত মোতাওয়াল্লী জ্যেষ্ঠ সাংবাদিক আলহাজ্ব মোঃ আবু তাহের ওরশ শরীফে ধর্ম বর্ণ নির্বিশেষে মহতি অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য আহবান জানিয়েছেন। একই সাথে স্টেটের রশিদ ছাড়া অনুদান অথবা সামগ্রী কাউকে না দেওয়ার তাগাদা দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।