গরম পানি ঢেলে ঝলসে দেয়া হলো দুই কিশোরের শরীর

টাকা চুরির অপবাদ চকরিয়া পৌর কাউন্সিলর সালাম গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চকরিয়ায় টাকা চুরির অপবাদ দিয়ে দুই বোট শ্রমিক কিশোরের ওপর নির্যাতন চালানো হয়েছে। গরম পানি ঢেলে দুইজনের শরীর ঝলসে দেওয়া হয়েছে। দুইদিন আগে সংঘটিত এই ঘটনার দুটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে গতকাল সোমবার সকাল থেকে। এ ঘটনায় চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুস সালামসহ তিনজনের নাম উল্লেখ এবং আরো তিনজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে আহত বোট শ্রমিক শিশুদ্বয়ের বৃদ্ধ দাদা বাদী হয়ে থানায় গতকাল দুপুরে মামলা দায়ের করেছেন।

অন্য দুই আসামি হলেনপৌরসভার করাইয়াঘোনা আকতার আহমদের ছেলে মোহাম্মদ ছাদেক, পূর্ব বড় ভেওলার কদ্দাছড়ার কোনাপাড়ার নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন মাঝি। মামলা রুজুর পর গতকাল রাতে কাউন্সিলর আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ভোর ৬টার দিকে চকরিয়ার চিংড়িজোন রামপুর মৌজার চার নম্বর পোল্ডারে পৌর কাউন্সিলর আবদুস সালামের চিংড়ি প্রকল্পে এ ঘটনাটি ঘটে। দুই বোট শ্রমিক হলউপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ঈদমণি লালব্রিজ এলাকার মোজাম্মেল হকের ছেলে মনির উদ্দিন (১৪) ও মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ সিফাত (১৬)। মামলার বাদী বৃদ্ধ আবদুল কাদের জানানতার দুই নাতি ইঞ্জিন চালিত বোটের শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এই সুবাদে চিংড়ি প্রকল্পের মালিক আবদুস সালাম তার প্রকল্পে কামলা নেওয়ার জন্য বোটটি ভাড়া করে। যথারীতি সেই বোটে করে কামলা নিয়ে যায় দুই নাতি। কিন্তু রাত হয়ে যাওয়ায় তারা বাড়ি না ফিরে ইঞ্জিন বোটেই রাত্রিযাপন করে। কিন্তু পরদিন ভোরে প্রকল্প মালিক আবদুস সালাম ও তার সহযোগিরা দুই নাতিকে ঘুম থেকে ডেকে তুলে চিংড়ি প্রকল্পের খামার বাড়ি থেকে টাকা চুরির অপবাদ দিয়ে প্রথমে হাতপা বেঁধে নির্যাতন চালানো হয়। এর পর গরম পানি ঢেলে দিয়ে শরীর ঝলসে দেয়। তিনি আরো বলেন, যে টাকা চুরি হয়েছে অপবাদ দিয়ে এমন নির্যাতন করা হয়েছে, পরবর্তীতে চুরি যাওয়া সেই টাকা খামার বাড়ির অন্য স্থান থেকে উদ্ধারও হয়েছে। এর পরও তাদের চিকিৎসা না করিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা কঙবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এর আগে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয় তাদের।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী দৈনিক আজাদীকে বলেন, বোট শ্রমিক কিশোর দুটি টাকা চুরি করেনি, এর পরও অপবাদ দিয়ে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আবদুস সালামকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোডশেডিং চলবে আরও এক মাস
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির পঞ্চাশতম বছর আজ