গরম পানির ডেকচিতে পড়ে দগ্ধ শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ মুস্তাকিম ()। গত ২৭ ডিসেম্বর সকালে উপজেলার বরমা ইউনিয়নের চর বরমা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে সে মারা যায়। স্থানীয়ভাবে জানা যায়, ওই এলাকার মোহাম্মদ মনির খাঁনের ছেলে মুস্তাকিম গত ২৭ ডিসেম্বর সকালে তাদের বাড়িতে রান্নার প্রস্তুতি হিসেবে ডেকচিতে গরম পানি ছিল। পাশেই খেলছিল শিশু মোহাম্মদ মুস্তাকিম। খেলার একপর্যায়ে গরম পানির ডেকচিতে পড়ে যায় মুস্তাকিম।

গতকাল ২৮ ডিসেম্বর সকালে স্থানীয় জামে মসজিদ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম কর্মী ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর
পরবর্তী নিবন্ধঢাকায় মারা গেলেন কক্সবাজারের গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক