চকবাজার ওয়ার্ড : চকবাজার ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শীতবস্ত্রের অভাবে কাউকে কষ্ট ভোগ করতে হবে না। তারই পথ অনুসরণ করে চসিক নগরীতে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল এ ব্যাপারে কারো পরীক্ষা নেয়ার অবকাশ নেই। গতকাল সোমবার চকবাজার ওয়ার্ড কার্যালয়ে ১০০জন অসহায় দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সভাপতিত্বে ও তারেক সুলতানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, নাজিম উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, আজম খান, বিপ্লব দে, নাহিদুল ইসলাম জাবেদ, সাইফুল ইসলাম রুবেল, মিজানুর রহমান, সাদ্দাম হোসেন ইভান। মেয়র আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বিনামূল্যে টিকা প্রদান ও অনেক দেশের আগে টিকা সংগ্রহ করতে সমর্থ হয়েছেন। করোনার নতুন ধরণ ওমিক্রণ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেয়র নগরবাসীকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ও টিকা গ্রহণ করে নিজের ও অন্যের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
সাতকানিয়া উপজেলা ছাত্রদল : উত্তর সাতকানিয়া ছাত্রদলের উদ্যোগে আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে ও জামাল হোসেনের সার্বিক সহযোগিতায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া বিএনপি নেতা মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন এম এ রহিম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ রাশেদ, ইকবাল হোসেন রুবেল, মুহিদুল ইসলাম ফাহিম, রকিবুল হাসান, রিদুওয়ানুল হক, ইদ্রিস আজাদ, আনিস উদ্দিন, মহিউদ্দিন সাগর, মহিউদ্দিন, ফেরদৌস রহমান, আবদুল মোমেন, তৌহিদুল ইসলাম তৌফা, জয়নাল আবেদীন জিসান, মেজবাহ উদ্দিন অভি, রেজভী, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ আকিব, মানিক, ইউনুস, তাহসিন, সালমান, আনোয়ার, নাজিম, বাবু প্রমুখ।
শাহ্ সূফী আব্দুল বারী শাহ (র:) মাদ্রাসা : দক্ষিণ হাশিমপুর শাহ্ সূফী আব্দুল বারী শাহ (র:) নূরানী মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মহিউদ্দিন চৌধুরী। মো.আবদুল্লাহ আল ফারুক চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. দেলোয়ার হোসেন, আবু ছালেক, নুরুল আলম, বদিউল আলম, মাহাবু উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর মেম্বার, বাহাউদ্দীন চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।
ইয়াকুব ভাণ্ডার দরবার : পটিয়ার হুলাইনস্থ ইয়াকুব ভাণ্ডার দরবার শরীফের ৬৮তম ওরশ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গত শুক্রবার দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দরবার কমিটির মহাসচিব চৌধুরী মুহাম্মদ শিবলুর সভাপতিত্বে ও সদস্য নুরুল আজিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। উদ্বোধক ছিলেন সাবেক চেয়ারম্যান আহমদ নবী। প্রধান বক্তা ছিলেন কমিটির উপদেষ্টা মুহাম্মদ মহসিন খাঁন। উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম, মাস্টার মুহাম্মদ কমরুদ্দীন, পলাশ কান্তি দে, নুরুল আনোয়ার, আজগর আলী বাহাদুর, শেখ আহমদ, জাহেদুল হক, মুহাম্মদ আলমগীর, ইফতেখার উদ্দিন রাশেদ, নুরুল ইসলাম হিরু, শহীদুল ইসলাম চৌধুরী, মনির উদ্দীন, ইউনুচ সরকার, কবির বাবুল, শফিউল আকবর, মুহাম্মদ ইদ্রিস, আমান উল্লাহ প্রমুখ।
পিএইচ আমীন একাডেমি : পিএইচ আমীন একাডেমি প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে গত ২৯ জানুয়ারি আব্দুল লতিফের তত্ত্বাবধানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি নুরুল আমীন, সাধারণ সম্পাদক এরশাদুল আমীন, ওয়াহিদুল আমীন, ডা. আরিফুল আমীন, ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াস, মো. মুজিবুর রহমান, আবু জাহের রাজু, মো. মাসুদ, মুজিবুল আলম চৌধুরী, আশফাকুল আলম আশফাক, শফিউল্লাহ, সাইমন রিয়াদ, মো. জসিম, মো. মুজিব, মো. জাহাঙ্গীর প্রমুখ।
করোনা মেডিসিন ব্যাংক : করোনা মেডিসিন ব্যাংকের উদ্যোগে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে গরিব-অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি ফাউন্ডেশনের পরিচালক ও আলহাজ্ব মোস্তফা-হাকিম কে জি এন্ড হাই স্কুলের সভাপতি এম সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করোনা মেডিসিন ব্যাংকের স্বেচ্ছাসেবী তুষার আহমদ ও পরিচালনা করেন স্বেচ্ছাসেবী ফয়সাল ইমাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও সংগঠক সাইফুদ্দিন সাকী। অনুষ্ঠান তত্ত্বাবধান করেন করোনা মেডিসিন ব্যাংকের প্রতিষ্ঠাতা ডা. মেসবাহ উদ্দিন তুহিন। প্রেস বিজ্ঞপ্তি।