গরমের কারণে চট্টগ্রাম–নাজিরহাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটের রেল লাইনের আমিন জুট মিল এলাকায় ২০০ থেকে ২৫০ মিটার রেললাইন বেঁকে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বেঁকে যাওয়া লাইন মেরামত করতে প্রায় আড়াই ঘণ্টা মত সময় লেগেছে।
অক্সিজেন স্টেশনের মাস্টার জয়নাল আবেদীন আজাদীকে বলেন, নগরের ষোলশহর ও আমিন জুট মিল এলাকার মধ্যবর্তী অংশে গরমে প্রায় ২০০ থেকে ২৫০ মিটার রেললাইন বেঁকে যায়। বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটলে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন সংস্কারের কাজ শুরু করেন। তবে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে সংস্কারের কাজ শেষ হয়। এরপর ট্রেন চলাচল শুরু হয়। সংস্কারের পর ওই অংশ দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে বলে জানান জয়নাল আবেদীন। আজ বুধবার ওই রেল লাইন পুরোপুরি সংস্কার করা হবে বলে জানান তিনি।
রেলওয়ে সূত্র জানা গেছে, পৃথিবীর উপরিভাগে যত তাপমাত্রা থাকে, রেললাইনে তার চেয়ে ১০ বা ১২ ডিগ্রি বেশি তাপমাত্রা তৈরি হয়। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়টাতেই রেললাইন বেশি গরম হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল রেললাইন বেঁকে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম নগরগামী শাটল ট্রেন এবং চট্টগ্রাম–নাজিরহাটগামী ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল।