গভীর সাগরে ভাসমান ট্রলারে ১৫ জেলেকে জীবিত উদ্ধার

ইঞ্জিন বিকল

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

গভীর সাগরে বিগড়ে যাওয়া ফিশিং ট্রলারে ভাসমান ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত শুক্রবার রাতে পতেঙ্গা থেকে অন্তত ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে বোটটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্র জানিয়েছে, গত ২৭ আগস্ট চট্টগ্রাম মৎস্য বন্দর হতে ফিশিং বোট এফবি মায়ের আশীর্বাদ নিয়ে ১৫ জেলে মাছ ধরার জন্য গভীর সাগরে যাত্রা করে। সাগরে পৌঁছে মাছ শিকারের এক পর্যায়ে বোটটির ইঞ্জিন বিগড়ে যায়। এতে বোটের উপর নিয়ন্ত্রণ হারায় জেলেরা। বোটটি অকূল সাগরে ভাসতে থাকে। গত শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে তিন সদস্যের একটি উদ্ধারকারী দল রাতে সাগরে উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা বোটটির হদিশ মিলে। ১৫ জন জেলেসহ বোটটি উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধারের সময় এটি পতেঙ্গা থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। জেলেদের সকলেই সুস্থ আছে। তাদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার প্রদান করে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটখোলা ফাউন্ডেশনের সেমিনার
পরবর্তী নিবন্ধভারতের আট গুণী শিল্পীকে মনজুর আলমের সংবর্ধনা