গভীর সমুদ্রে মৎস্য আহরণে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর একটি তথ্যবহুল সেমিনার গতকাল হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। সেমিনারটি আয়োজন করে মেরিন ইলেক্ট্রনিঙ সরঞ্জাম সরবরাহকারী এবং সার্ভিসিং প্রতিষ্ঠান মেরিন ইলেক্ট্রনিঙ সার্ভিস। যা গ্রুপ্নটিকার একটি অঙ্গ প্রতিষ্ঠান।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপনটিকার চেয়ারম্যান ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, এ.এফ.এন.আই। সেমিনারে গভীর সমুদ্রে মৎস্য আহরণকারী সংস্থ্যাসমূহের মালিক এবং ট্রলারের মাস্টার, ইঞ্জিনিয়ার ও বেইজ ক্যাপ্টেনসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেন। গভীর সমুদ্রে মৎস্য আহরণের উপর অত্যাধুনিক প্রযুক্তির ভিডিও চিত্রসহ উপস্থাপনা করেন মেরিন ইলেক্ট্রনিঙ সার্ভিসের নির্বাহী পরিচালক এবং গ্রুপ্নটিকার ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ওমর হাসান এবং বিপনন নির্বাহী সজিব মো. সাদিকুল আমিন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌ-বানিজ্য অফিসের প্রিন্সিপ্যাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ, রংপুর মেরিন একাডেমির কমান্ডান্ট ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম সরকার এবং মেরিন ফিশারিশ একাডেমির প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে গ্রুপ্নটিকার প্রধান নির্বাহী মেজর জেনারেল তৌওহিদ মোহাম্মদ (অব.), অর্থ পরিচালক মুশফিক খালিদ হাসান এবং নৌ-বানিজ্য অফিসের প্রিন্সিপ্যাল অফিসার বক্তব্য রাখেন। সেমিনারে বক্তাগণ নীল অর্থনীতি বাস্তবায়নে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের মৎস্য আহরণের উপর গুরুত্ব আরোপ করেন। মেরিন ইলেক্ট্রনিঙ সার্ভিসের কর্মকর্তাবৃন্দ সুষম সামুদ্রিক মৎস্য আহরণে এই সেক্টরকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। সেমিনার সঞ্চালন করেন ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির সহকারী অধ্যাপক তাসমীম চৌধুরী বহ্নি। প্রেস বিজ্ঞপ্তি।