গভীর সমুদ্রে ডাকাতের কবলে ১১ জেলে, উদ্ধার করল কোস্ট গার্ড

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক এ তথ্য জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৫ ডিসেম্বর মহেশখালী থানাধীন সোনাদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় এফবি মায়ের দোয়া৩ নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও প্রয়োজনীয় সরঞ্জামসহ বোটে থাকা জেলেদের জিম্মি করে রাখে। ঘটনাস্থল থেকে এফবি তাসমীম নামক অন্য ফিশিং বোট ৬ ডিসেম্বর সকাল ৮টায় কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন মহেশখালী থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে ফিশিং বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিটিআরসির সামনে সড়ক আটকে বিক্ষোভ মোবাইল ব্যবসায়ীদের
পরবর্তী নিবন্ধঅনার্স ও মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ, নতুন নীতিমালা প্রকাশ