নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা কাজীর হাট বাজার সংলগ্ন খাল থেকে মোহাম্মদ হারুন নামের এক স্কেভেটর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হারুনের বাড়ি নোয়াখালী বলে জানিয়েছেন মোহরা পুলিশ বঙের ইনচার্জ (এসআই) আজিজুল হক। তিনি আরো বলেন, হারুন পেশায় স্কেভেটর চালক। স্থানীয়দের কাছে শুনেছি–বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২টার দিকে বৃষ্টির কারণে একটি স্কেভেটর উল্টে যায়। আজ (গতকাল) বিকেলে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।