মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ২ ডাকাতসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সবুজ চন্দ্র নাথের ছেলে শুভ চন্দ্র নাথ (১৮), মৃত সুলতান আহম্মদের ছেলে মো. সিরাজুল ইসলাম (২৮), গোপাল মালাকারের ছেলে সাগর মালাকার (১৯) ও মো. সাইদুল ইসলামের ছেলে হৃদয় (২০)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম জানান, গ্রেপ্তারকৃতরা গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।