গভীর রাতে মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা সুজনের

| মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় গভীর রাত অবধি মাইক ও সাউন্ড সিস্টেমের উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ, প্রতিকার চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) কৃষ্ণ পদ রায়ের হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত বিষয়ে সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন সুজন।
তিনি বলেন, এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা অতি সন্নিকটে। তারপরও প্রতিদিন কতিপয় অবিবেচক মানুষ নগরীর বিভিন্ন এলাকায় বিয়ে, গায়ে হলুদ কিংবা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের নামে যখন-তখন, যেখানে-সেখানে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজিয়ে শব্দদূষণ করছে। এসব মাত্রাতিরিক্ত ও অসহনীয় শব্দদূষণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও এর প্রতিকারের যেন কেউ নেই। শব্দদূষণে শিশু থেকে শুরু করে অসুস্থ রোগী, বৃদ্ধ ও পরীক্ষার্থীদের বেশি সমস্যা হচ্ছে বলে অভিযোগ সাধারণ নাগরিকদের। এসব শব্দদূষণ জনগণের নিরুপদ্রব জীবন যাপনে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। এ অবস্থায় আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা খুব বেশি সমস্যায় পড়ছেন। তাই অহেতুক মাইক ও সাউন্ড সিস্টেমের নামে এসব শব্দদূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট আহবান জানান সুজন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা, রাজনীতি ও সমাজ উন্নয়নে মোছলেম উদ্দিনের অবদান স্মরণীয়
পরবর্তী নিবন্ধচিটাগং হেরিটেজ রোটারি ক্লাবের ভ্যান গাড়ি বিতরণ