নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় ঢাকা ট্রাংক (ডিটি) রোড অবরোধ করে বিক্ষোভ করেছে মিডিয়া অ্যাপারেল নামে একটি গার্মেন্টসের শ্রমিকেরা। গত রাত সাড়ে ১১টায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। রাত পৌনে ১টায় এ রিপোর্ট লেখার সময়ও সেখানে অবস্থানে ছিলেন তারা।
অবরোধ করায় গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ
পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছিল।
ডবলমুরিং থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১২টার দিকে আজাদীকে বলেন, ওসি স্যার এবং টহল টিম ঘটনাস্থলে আছেন। বিস্তারিত তারা বলতে পারবেন।
এ বিষয়ে জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেনের বক্তব্য জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিডিয়া অ্যাপারেল নামে একটি গার্মেন্টসের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধের দাবিতে আন্দোলনে নামে তারা।












