রাউজানের নোয়াপাড়ায় হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে দফায় দফায় মারধর করার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে বারোটার দিকে হাসান নামে ওই ব্যক্তিকে ধরে এনে স্থানীয় চৌধুরীহাটের পাশে কয়েক দফায় পিটানো হয়। একপর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে টেনে হিঁচড়ে একটি সিএনজি টেক্সিতে উঠিয়ে নোয়াপাড়ার দিকে নিয়ে যায়। স্থানীয়রা জানান, হাসান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। হাসানের বাড়ি ওই এলাকার আসলাম স্মৃতি ফাউন্ডেশনের পাশে বলে সূত্র জানিয়েছে। থানা পুলিশ ফোন রিসিভ না করায় বিষয়টির বিস্তারিত জানা যায়নি।