গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার, শাস্তিমূলক ব্যবস্থা আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন দুই মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছে। এ ব্যাপারে এসবি প্রধান গোলাম রসুল বলেছেন, আবদুল হামিদ বিমানবন্দরে যান রাত ১১টার দিকে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি বিমানে চড়ে বসেন। দেশ ছাড়তে তাকে বাধা দেওয়া হয়নি।

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সন্ধ্যায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে একজনকে প্রত্যাহার এবং দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয় বলে জানায় পুলিশ সদর দপ্তর। এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে রাতে প্রত্যাহার করা হয় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে। খবর বিডিনিউজের।

জানা যায়, কিশোরগঞ্জ সদর থানায় আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি দেশত্যাগ করার পর বৃহস্পতিবার ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি শাহজালাল বিমানবন্দর দিয়ে থাই এয়ারওয়েজে সাবেক রাষ্ট্রপতি ঢাকায় ছেড়ে যাওয়ায় বুধবার রাতে সেখানে দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর অংশ হিসেবে বুধবার রাতের পালায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওসি ইমিগ্রেশনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে প্রত্যাহার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে এটিএসআই মো. সোলায়মানকে। দায়িত্বে অবহেলার অভিযোগে এসব কর্মকর্তাদের প্রত্যাহার ও বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়েছে।

আবদুল হামিদের দেশত্যাগের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য আসার কয়েক ঘণ্টার মধ্যে এ ব্যবস্থা নেওয়া হল। উপদেষ্টা গতকাল দুপুরে দিনাজপুরে বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে; না হলে নিজেই দায়িত্ব ছেড়ে দেবেন।

আওয়ামী লীগ সরকারের আমলে দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা হামিদ বুধবার গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে। দুজন আত্মীয় তার সঙ্গে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাসনাতের নেতৃত্বে রাতে যমুনার সামনে অবস্থান
পরবর্তী নিবন্ধতারুণ্যের সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতারা