ক্রীড়াবিদদের জীবনই আসলে এমন। তাদের যেন কোন ফরসুৎ নেই। তাদের জীবনটা যেন বহমান নদী। অনেকটা রোবটের মতই। কখনো দেশের হয়ে, আবার কখনো ক্লাবের হয়। সারা বছরই তাদের খেলতে হয় আর দৌড়াতে হয়। এই যেমন রোববার গভীর রাতে দেশে ফিরে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই সকালে ভুটানের ফ্লাইট ধরেছেন বাংলাদেশ নারী দলের দুই ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। এ দুইজনসহ বাংলাদেশের চার নারী ফুটবলার খেলছেন ভুটানের ঘরোয়া লিগের দল পারো এফসিতে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা। পারো এফসিতে খেলা বাংলাদেশের অন্য দুই ফুটবলার হচ্ছেন–সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া। তাই এশিয়া কাপ বাছাই পর্ব শেষে দেশে ফিরেই আবার ক্লাব ফুটবলে খেলতে ভুটান ছুটতে হলো এই দুই নারী ফুটবলারকে। দুজনই এশিয়া কাপ বাছাইয়ে দুর্দান্ত খেলেছে। বাংলাদেশের মোট ১০ ফুটবলার খেলছেন ভুটানের ৩ ক্লাবে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলছেন মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার , রূপনা চাকমা । থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।