গভীর রাতে জেলেপল্লীতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক

সন্তানের জন্য স্কুল দাবি, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসির নির্দেশনা

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

শীতের তীব্রতা ও অসহায় মানুষের দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গতকাল ৬ জানুয়ারি গভীর রাতে মূল শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত বিভিন্ন জেলেপল্লী ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। আকমল আলী ঘাট জেলেপল্লী, রানি রাসমনির ঘাট জেলেপল্লী এবং উত্তর কাট্টলী জেলেপল্লীতে বসবাসরত দরিদ্র জেলে পরিবারগুলোর মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় অবস্থানরত ভাসমান ও অসহায় মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এসব স্থানে মোট ৫শটি কম্বল বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক নিজে নারী ও শিশুদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। স্থানীয় জেলেরা জানান, এর আগে কোনো জেলা প্রশাসক এত রাতে জেলেপল্লীতে এসে কম্বল বিতরণ করেননি। এ সময় জেলেপল্লীর বাসিন্দারা তাদের সন্তানদের জন্য স্কুল করার আবেদন জানান। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে স্কুল সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি জেলেদের প্রত্যেকের কাছ থেকে তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর প্রতিশ্রুতি আদায় করেন।জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলেদের উদ্দেশে বলেন, জেলেদের জীবনমান পরিবর্তন করতে হবে। যে পদ্ধতিতে আপনার বাবাদাদারা মাছ ধরতেন বা জীবনযাপন করতেন, সেই পুরনো ধারায় আর চলা যাবে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জীবিকা পদ্ধতি পরিবর্তন করে স্বনির্ভর হতে হবে। জেলেদের জীবনমান নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

পরে জেলা প্রশাসক সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় নূর কায়াস নামে এক নারী তার তিন সন্তানকে নিয়ে রাস্তায় অবস্থান করছিলেন। তার এক সন্তান প্রচণ্ড শীতে কাঁপছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এলে জেলা প্রশাসক আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার বড় সন্তান আছিয়ার পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের জন্য বিজিএমইএ স্কুল সম্প্রসারণের পরিকল্পনা
পরবর্তী নিবন্ধখ্যাতিমান চিকিৎসক ডা. এম এ রউফের ইন্তেকাল