নগরের পাহাড়তলী সাগরিকা এলাকায় চট্টগ্রাম ওয়াসার ক্ষতিগ্রস্ত পাইপ লাইনের কাজ গতকাল গভীর রাতে শেষ হয়েছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত পাইপ লাইনে পানি সরবরাহের মাধ্যমে ট্রায়াল শেষে ওই এলাকায় পানি সরবরাহ পর্যায়ক্রমে শুরু হবে বলে ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন।
গতকাল রাত ১২টায় ক্ষতিগ্রস্ত পাইপ লাইনে কাজ চলাকালীন কথা হয় ওয়াসার এক প্রকৌশলীর সাথে। তিনি বলেন, আমরা আজ (মঙ্গলবার) রাতের মধ্যে ক্ষতিগ্রস্ত পাইপ লাইনে কাজের শেষ করার চেষ্টা করছি। রাতের মধ্যে পাইপ লাইনের কাজ শেষ করে ট্রায়াল দিয়ে দেখবো। সব কিছু ঠিক থাকলে বুধবার (আজ) থেকে পর্যায়ক্রমে এই পাইপ লাইন দিয়ে পানি সরবরাহ স্বাভাবিক হবে। ওই প্রকৌশলী আরও বলেন, আমরা এইমাত্র ক্ষতিগ্রস্ত পাইপটি উত্তোলন করেছি। ওই স্থানে যে পাইপটি সংযুক্ত করবো সেটি নিয়ে এসেছি। এখন গাড়ি থেকে নামাচ্ছি।
গত ৮ মার্চ রাত ৮টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের একটি প্রকল্পের কাজ চলাকালে ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন কাটা পড়ে। এরপর থেকে গত ৩ দিন ধরে নগরীর আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, হালিশহর, বড়পুল, ছোটপুল, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ বিশাল এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।