ঢাবি উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মেলার যে ধারণা, তার সঙ্গে মানুষ অন্যভাবে পরিচিত। কিন্তু গবেষণা নিয়ে মেলা, এটা একটা নতুন ধারণা। নতুন–নতুন জ্ঞান সৃষ্টি ও জনসম্মুখে সেই জ্ঞানের বিতরণ দুটো কাজই একসাথে হয়ে থাকে গবেষণা মেলায়। গবেষণার মাধ্যমে সমাজে একটা রূপান্তর ঘটে। আগস্ট মাসের শোককে শক্তিতে পরিণত করতে গবেষণা মেলা আয়োজনের এটাই উপযুক্ত সময়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিজ্ঞান, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনের মাধ্যমে জাতির রূপান্তর ঘটানো। তিনি গতকাল সোমবার চুয়েটের কেন্দ্রীয় অডিটরিয়ামে প্রথমবারের মতো আয়োজিত গবেষণা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান অন্বেষণ স্লোগানে চুয়েটের গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে নানা কর্মসূচির মাধ্যমে এই গবেষণা মেলা আয়োজন করা হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। সভাপতিত্ব করেন রিসার্র্চ ফেয়ারের আহ্বায়ক এবং গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। স্বাগত বক্তব্য দেন, ফেয়ারের সদস্য সচিব অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম। সঞ্চালনা করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ ও সিএসই বিভাগের প্রভাষক তাসমিয়া বিনতে হাই। মেলায় দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষক, গবেষক, প্রকৌশলী, উদ্যোক্তা, প্রফেশনাল ও শিক্ষার্থীদের মিলনমেলা বসে। যেখানে চূড়ান্তভাবে বাছাইকৃত মোট ১৩১টি গবেষণা প্রবন্ধ (৯৪টি পোস্টার ও ৩৭টি প্রজেক্ট) দুইভাগে বিভক্ত হয়ে উপস্থাপন করা হয়।
এর আগে সোমবার চুয়েট ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালির মাধ্যমে গবেষণার মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই–এর তত্ত্বাবধানে ‘স্মার্ট এমপ্লয়মেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে গবেষণা মেলায় উপস্থাপিত প্রবন্ধের সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। শেষে প্রথম জাতীয় গবেষণা মেলার বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। প্রেস বিজ্ঞপ্তি।