গফুর হালীর গান গ্রামীণ জীবনের গাথা

স্মরণসভায় ড. ইফতেখার

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, আবদুল গফুর হালীর গানে মানবতা, সাম্যবাদ ও আধ্যাত্মবাদের রূপ অপরূপভাবে প্রস্ফুটিত হয়েছে। তার গানে চট্টগ্রামের মাটি ও মানুষের কথা এসেছে বিচিত্র রূপে। গফুর হালীর গান যেন গ্রামীণ জীবনের গাথা আর নাগরিক জীবনের নান্দনিকতা। প্রায় ২ সহস্রাধিক সংগীত সৃষ্টির মাধ্যমে চট্টগ্রামের গানকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন তিনি।
গতকাল মঙ্গলবার আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে শিল্পীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. ইফতেখার এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি চৌধুরী ফরিদ, খ্যাতিমান সংগীতশিল্পী সঞ্জিত আচার্য্য, কল্পনা লালা ও কল্যাণী ঘোষ প্রমুখ। প্রদীপ দেওয়ানজী বলেন, আবদুল গফুর হালীর মতো কালজয়ী সংগীতজ্ঞের যথার্থ মূল্যায়ন হয়নি। তিনি এখনো কোনো রাষ্ট্রীয় পদক পাননি, এটা বেদনাদায়ক। গফুর হালীকে একুশে পদক দেওয়ার দাবি জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধএসআইবিএলের নতুন চেয়ারম্যান মাহবুব, এমডি জাফর