উত্তাল সমুদ্রে দিক হারা নাবিক
দিশা খুঁজে রাতের আকাশে —
ধ্রুবতারার নিশানা দেখে।
ঝড়ে বিধ্বস্ত আমিও আজ
পথের দিশা খুঁজি—
তোমায় আলিঙ্গনে পেয়ে।
তোমার আলাপনের স্তরে স্তরে
মিলে না মিলে আলো–আঁধারি
আমি আবার নিজেকে খুঁজে ফিরি।
কবে কোন আভাসে হারিয়েছি ভাষা
বলা না বলা কতো কথা রয়েছে জমা।
কোন আহ্লাদে নয়—
প্রেমের পরিণতি হয় সুখ–বিলাসে
গন্ধরাজের ডালে শিশির মাখা প্রস্ফুটিত
শ্বেত শুভ্র সুগন্ধি ছড়ানো মায়ায় জড়িয়ে
আমি যেন আছি সন্তর্পণে।