বাঁশখালী গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সম্মেলন ও কর্মী সমাবেশ গতকাল মঙ্গলবার গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, জেলা আ.লীগের সিনিয়র সদস্য ছৈয়দ মোস্তফা চৌধুরী রাজু, কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ন. ম শাহাদত আলম, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট তোফায়েল বিন হোছাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শামসুল সিদ্দিকী, নুরুল মোস্তফা সিকদার,জাহেদুল হক চৌধুরী, মো. হামিদ উল্লাহ, আকতার হোছাইন, এম.এ.মালেক মানিক,নাঈমুল হক মাহফুজ, মোহাম্মদ শওকত প্রমুখ । গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিহাব উল সিকদারের সঞ্চালনায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল জনগনের মাঝে তুলে ধরার আহবান জানান। তিনি বলেন, যাদের শ্রম ও ত্যাগে দলের অবস্থান সুদৃঢ় তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে।